শাহবাজ শরিফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ২০:২৮
শাহবাজ শরিফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিষয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখা।


২৪ আগস্ট, শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বি,এম, বাবুল হাসান ও সাধারণ সম্পাদক এ,আর সোহাগ সরকার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।


বিবৃতিতে তারা বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে তারা বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ দেশে সংঘটিত গণহত্যার জন্য লজ্জিত নয়। বাংলাদেশের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পাকিস্তানিরা সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি এ দেশে স্বাধীনতার যাবতীয় স্মৃতিচিহ্ন ধ্বংস করতে যে তাণ্ডব চালানো হয়েছে তার পেছনে শাহবাজ শরিফের হাত রয়েছে।


বিবৃতিতে আরো বলা হয়, সেই পরাজয়ের দগদগে ক্ষত পাকিস্তানি শাসক ও এ দেশের দোসররা এখনো বয়ে বেড়াচ্ছে তার প্রমাণ বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলি এবং গত ২১ আগস্ট (বুধবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com