
সরকারের আশায় বসে না থেকে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর এ আহ্বান জানান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম।
বুধবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এ আহ্বান জানানো হয়।
জিএম সাহাবুদ্দিন আজম বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যা কবলিত এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সর্বস্তরের নেতা কর্মীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, গত ৫ আগস্ট যে সরকার গঠিত হয়েছে। এই সরকার সম্পূর্ণ অদক্ষ এবং অযোগ্য। তারা কি করবে তার জন্য বসে না থেকে আপনারা বন্যার্তদের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আর্তমানবতার পাশে ছিল। আর্তমানবতার সেবায় থাকবে। সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]