
ঢাকা ছাড়ার আগে ও পরে পদত্যাগ নিয়ে শেখ হাসিনা এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
১১ আগস্ট, রবিবার রাতে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ কথা লিখেছেন তিনি।
সজীব ওয়াজেদ লিখেছেন, সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত আমার মায়ের পদত্যাগের বিবৃতির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার কাছ থেকে নিশ্চিত হয়েছি যে, তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বিবৃতি দেননি।
আন্দোলনে মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই তিনি অবস্থান করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে।
রবিবার ভারত ও বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম শেখ হাসিনার একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে পদত্যাগের কারণ নিয়ে সংবাদ পরিবেশন করে। এরপরই জয় এক্স হ্যান্ডেলে ওই পোস্ট দেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]