
কারারক্ষী বাহিনীকে আধুনিক ও উন্নত বাহিনীর গড়ে তুলতে ১৫ দফা দাবি উত্থাপন করেছেন দেশের সব কারারক্ষীরা।
কারারক্ষী সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে ও আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে বেশ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। এই সংস্কার না করা হলে কারাগারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এছাড়া কারারক্ষীদের মনোবলও চাঙ্গা করা যাবে না।
কারারক্ষীদের দাবিগুলো হলো:
১। কারারক্ষী হতে সর্বোচ্চ পদোন্নতি পোস্ট সার্জেন্ট ইন পদটি ১ম শ্রেণি করতে হবে।
২। ৬০ দিন ছুটি মঞ্জুর।
৩। কারা কর্মচারীদের অ্যাসোসিয়েশন করার অনুমতি প্রদান।
৪। আজীবন রেশন।
৫। ফ্রেশ মানি।
৬। নৈমিত্তিক ছুটি প্রদানের ক্ষেত্রে ছুটিতে গমন ও যোগদানের দিন ছুটি হিসেবে গণ্য করা যাবে না।
৭। কারা এলাকার বাহিরে অস্ত্র ব্যবহার এর অনুমতি প্রদান। যেমন- কোর্ট, হাসপাতাল, বন্দি স্থানান্তর ইত্যাদি।
৮। কারা ক্যান্টিনের লভ্যাংশ সব কর্মচারীদের প্রদান।
৯। কমব্রেক্ট/ছাপা ইউনিফর্ম প্রদান।
১০। জনবল বৃদ্ধি।
১১। গমের পরিবর্তে আটা প্রদান।
১২। একটি স্মার্ট বাহিনী গড়ে তুলতে হবে।
১৩। আধুনিক আবাসন।
১৪। কারারক্ষীদের নিজস্ব কারা হাসপাতাল করতে হবে।
১৫। নিজস্ব আইজি প্রিজন্স থাকবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]