
আজ রবিবার (৪ আগস্ট) ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে এবং সব জেলা-মহানগরে নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মিরপুরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
৪ আগস্ট, রবিবার মিরপুরের রাস্তাঘাট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে, এক দফা দাবিতে আজ কোটা বিরোধীদের অসহযোগ আন্দোলন হওয়ার কথা। তবে সকাল থেকে রাজধানীর মিরপুরে দেখা মেলেনি কোটা আন্দোলনারীদের।
সরেজমিনে দেখা যায়, মিরপুরের প্রত্যেক গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
মিরপুর-১০ নম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনটির নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়েছেন। যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও মিরপুর-১০ নম্বরের দখল নিয়েছেন।
সড়কে যানবাহন না থাকলেও মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও লেগুনা চলাচল করছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]