আ.লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন বঙ্গবন্ধু এভিনিউতে
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১১:১২
আ.লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন বঙ্গবন্ধু এভিনিউতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ রবিবার (৪ আগস্ট) ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে এবং সব জেলা-মহানগরে নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এদিন সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যাচ্ছে।


একইসাথে, কোটা বিরোধী আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন আজ।


সকাল ৮টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে সেখানে আসতে দেখা যায় আরো নেতাকর্মীদের।


তারা বলছেন, কোটা আন্দোলনকারীরা এখন সরকারের পদত্যাগ চাইছে। তাদের দাঁতভাঙা জবাব দিতে সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাত থেকে আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহারের প্রেস রিলিজ ছড়িয়ে পড়ে, সেটি ভুয়া ও গুজব বলে জানান আওয়ামী লীগের নেতারা।


এ বিষয়ে রবিবার (৪ আগস্ট) সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের দফতর বিভাগ থেকে কোনও প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। সামাজিক মাধ্যমে যেটি প্রচারিত হচ্ছে, এই প্রেস রিলিজটি ভুয়া।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com