
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, মিয়ানমারের কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্যে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই। নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে, কখনও হুমকি মনে করে তাহলে মোকাবিলা করবে। এক্ষেত্রে দেশের সেনাবাহিনীর প্রতি সকলের আস্থা রাখা উচিত। এমন কোন সমস্যায় পড়েনি যে ক্ষেত্রে তাদের সাহসী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এখন বিএনপি নেতাকর্মীদের সরকারের বিরুদ্ধে তেমন কিছু বলার নেই বলে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলছে।
১৬ জুন, রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে ঈদুল আজহা উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে জিএম কাদের তিনিই ভালো বলতে পারবে। জাতীয় পার্টির প্রধান এরশাদ, বিএনপির প্রধান জিয়াউর রহমান দেশের জন্য কোনো কিছু করে যেতে পারেনি বরং দেশের ক্ষতি ও ধ্বংস করে দিয়েছিলেন। সেই দেশকে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন।
যারা সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলে তাদেরকে অবশ্য নিজের চেহারা আয়নায় দেখে এসব কথাবার্তা বলতে বলেন মাহবুবউল আলম হানিফ।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]