ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা বার্তা
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৭:০২
ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা বার্তা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।


১৩ জুন, বৃহস্পতিবার জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান।


তারা বলেন, বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ঈদুল আজহা তাদের প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ ও আত্মত্যাগ করার দিন। তাই ঈদুল আজহা প্রতীকীভাবে পশু কুরবানি দেয়ার মধ্য দিয়ে মুসলমানদে জন্য নিজেদের প্রিয় বিস্তু উৎসর্গ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে হাজির হয়। তারা, নিজেদের প্রিয় বস্তু উৎসর্গ ও আত্মত্যাগের শিক্ষাকে ধারণ মানব সমাজের জন্য নিজেদের উৎসর্গ ও আত্মত্যাগের মধ্য দিয়ে যখন পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের পাশাপাশি অসহায়, নিরূপায়, অস্বচ্ছল মানুষদের সাথে নিজেদের জীবনকে ভাগাভাগি করে নেয়া হয় তখনই ঈদুল আজহার মহিমা প্রতিষ্ঠিত হয়।


তারা বলেন, জাতি, ধর্ম, সংস্কৃতি নির্বিশেষ সমাজের সকল মানুষের মানবিক অস্তিত্বকে মর্যাদা দেয়া এবং সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই মানুষের উৎসর্গ ও আত্মত্যাগের সাধনা ও শিক্ষা মহিমান্বিত হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com