বিএনপি উন্নয়ন সহ্য করতে পারে না: নানক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৫:১৪
বিএনপি উন্নয়ন সহ্য করতে পারে না: নানক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার, দেশের উন্নয়ন এবং জনবান্ধব হওয়ার কারণেই বিএনপি আওয়ামী লীগকে সহ্য করতে পারে না বলে জানিয়েছেন, বস্ত্র ও পাটমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।


বৃহস্পতিবার (১৩ জুন) তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।


নানক বলেন, অনিয়ম-দুর্নীতি করলে আওয়ামী লীগ কখনও ছাড় দেয় না, কিন্তু বিএনপি কখনোই নিজের দলের কেউ অনিয়ম করলে তাদের বিচার করতে পারেনি।


তিনি বলেন, যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার, দেশের উন্নয়ন এবং জনবান্ধব হওয়ার কারণেই বিএনপি আওয়ামী লীগকে সহ্য করতে পারে না।


নানক জানান, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ২১ জুন রমনা থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আনন্দ র‌্যালি করা হবে আর ২৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বাংলাদেশ আওয়ামী লীগ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com