
৩৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
৫ জুন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এ তথ্য নিশ্চিত করেন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হন। যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেল গেটের বাইরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন।
সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন। বিএনপি কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে ররণ করেন। এসময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী শ্লোগান দেন।
এপ্রিল মাসের ২৯ তারিখে ঢাকার নিম্ন আদালতে আত্মসমাপর্ণ করে জামিন আবেদন করেন সুলতান সালাউদ্দিন টুকু। তবে তার আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারের যাওয়ার আগ পর্যন্ত টুকুর বিরুদ্ধে ৩১৩টি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় আদালত তাকে সাড়ে সাত বছরের সাজা দেয়। এই তিন মামলায় তিনি আত্মসমার্পণ করেছিলেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]