
সরকারকে আজকে টিকিয়ে রেখেছে ভারত মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতকে সবকিছু বিলিয়ে দিলেও বিনিময়ে কিছুই পায়নি বাংলাদেশ।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৩১ মে) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে বিরোধী কণ্ঠকে সরকার রোধ করতে চায়।
এই সরকার খালেদা জিয়াকে সব সময় তুচ্ছতাচ্ছিল্য করে জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, এখনকার প্রধানমন্ত্রীতো যুদ্ধের সময় বিদেশে বসে ছিলেন আর খালেদা জিয়াকে বন্দী করে রেখেছিলো পাক হানাদার বাহিনী।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]