
বিএনপির সব কর্মসূচি দমন করায় পুলিশের সাবেক মহাব্যবস্থাপক (আইজিপি) বেনজীর আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ পুরস্কৃত হন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক দুই প্রধানের দুর্নীতির দায় সরকার এড়াতে পারেন না।
শুক্রবার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সাবেক দুই প্রধান যে মাফিয়াতন্ত্রের সঙ্গে যুক্ত, জনগণ তার প্রমাণ পেয়েছে। বেনজীরের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর আজিজের দায়িত্ব সেনাবাহিনীর। তাহলে আপনাদের দায়িত্ব কোথায়?
দুজনেরেই দায় সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। একদিন জনগণের আদালতে এর বিচার হবে বলেও উল্লেখ করেন তিনি।
রিজভীর প্রশ্ন, ‘আনোয়ারুল আজিম আনারদের মতো লোকজন সংসদ সদস্য হয় কী করে? কারণ কোনও ভদ্রলোকই আর আওয়ামী লীগ করে না।’
এই সরকার বাংলাদেশকে ভয়াবহ নারকীয় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ বিএনপির এই সিনিয়র নেতার।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]