আজিজ-বেনজীর কাদের সৃষ্টি: ফখরুল
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১৫:৫৪
আজিজ-বেনজীর কাদের সৃষ্টি: ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজিজ-বেনজীর কাদের সৃষ্টি? তাদের (সরকার) সৃষ্টি।


২৮ মে, মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আজিজের অবস্থান কোথায় ছিল? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। এখন বেনজীর আহমেদের হাজার হাজার অপকর্ম বের হচ্ছে, সবই লুটের ফিরিস্তি।


বিএনপি মহাসচিব বলেন, শুধু একটা বা দুইটা নয়; এমন অসংখ্য ঘটনা আছে। চারিদিকে তাকিয়ে দেখবেন শুধু দুর্নীতি ছাড়া কিছু নেই। শুধু ঢাকা নয়, সারাদেশের একই চিত্র। মধ্যরাতের নির্বাচনে নির্বাচিত এমপিরা এখন টাকার ভারে মারা যাওয়া অবস্থা।


তিনি বলেন, মুক্তিযোদ্ধা করেছিলাম দেশকে স্বাধীন করার জন্য। আর এখন আমাদের লড়াই দেশকে রক্ষা করার জন্য। এই লড়াইয়ে যদি পরাজিত হই, তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাবো।


মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মো. আব্দুস সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com