ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১৮:১৩
ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রেমাল' এ পরিণত হয়েছে। যে কোন সময় আঘাত হানবে উপকূলীয় জেলাসমূহে। এ কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার বিপদ সংকেতের আওতাধীন রয়েছে।


মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দুর্যোগ কবলিত মানুষের দুর্দশা লাঘবে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুত থাকতে হবে।


ঘূর্ণিঝড় কবলিত এলাকা থেকে জনসাধারণকে আশ্রয়ে কেন্দ্রে নিয়ে আসা, সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণা চালানো, মাইকিং করা, গবাদি পশু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, সুপেয় পানি, খাবার স্যালাইন, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রম করতে রেমালে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাব্য এলাকা সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্শ্ববর্তী জেলাসহ ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য দেশের উপকূলীয় জেলা সহ পার্শ্ববর্তী জেলাসমূহের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের বিশেষভাবে প্রস্তুত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।


দুর্যোগকালীন মনিটরিং টিম:
সৈয়দ নাসির উদ্দিন, সহ-সভাপতি
মোবাইল: ০১৮৮০৬০৩০৫৬
দায়িত্বপ্রাপ্ত জেলার নাম: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট,


ড. মো. জমির উদ্দিন সিকদার, সহ-সভাপতি
মোবাইল: ০১৭৮৩০৫৬৩৭৩
দায়িত্বপ্রাপ্ত জেলার নাম: চট্টগ্রাম, কক্সবাজার,


আবিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক
মোবাইল: ০১৭১১১১৭৬২৭
দায়িত্বপ্রাপ্ত জেলার নাম: বরগুনা, পটুয়াখালী, ভোলা।


শফিকুল ইসলাম শফিক
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক
নেতৃবৃন্দের সাথে সমন্বয় করবেন
মোবাইল: ০১৭১১৪৮৫৫৫৭


মূর্তুজা হায়দার শরীফ
উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক
নেতৃবৃন্দের সাথে সমন্বয় করবেন।
মোবাইল: ০১৬৭৪৬৯৮৩০০


গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও খায়রুল হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com