
ঘূর্ণিঝড় রেমাল প্রবণ এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে এবং ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজসহ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
২৬ মে, রবিবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ নির্দেশ দিয়েছেন বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ফলে অতিবৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড় প্রবণ এলাকার (উপকূলীয় জেলাসমূহ) মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ও প্রচার-প্রচারণা চালানো, মাইকিং করা, গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণসহ ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর স্রষ্টা শহীদ শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজ করেছে।
স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের যেকোন ক্রান্তিলগ্নে, আন্দোলন-সংগ্রামে, দুর্যোগ-দুর্বিপাকে দেশ ও মানুষের পাশে ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বন্যার্ত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোসহ অতি সম্প্রতি করোনা মহামারিতে যুবলীগের নেতাকর্মীরা তাদের জীবন বাজি রেখে অসহায় মানুষের পাশে থেকে খাদ্য, চিকিৎসাসেবা, নগদ অর্থসহ নানাভাবে সহযোগিতা করে মানবিক যুবলীগ হিসেবে সর্বমহলে পরিচিতি পেয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]