১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:০৫
১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (২৩ মে) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি হবে।


১৪ দলের একাধিক সূত্র জানায়, বৈঠকে জোটের ভবিষ্যৎ কোন পথে যাবে তার একটা স্পষ্ট দিকনির্দেশনা আসতে পারে। শরিকদের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতির কাছে বেশকিছু দাবি তুলে ধরা হবে।


গত মঙ্গলবার জোটের গুরুত্বপূর্ণ শরিকরা নিজেদের মধ্যে একটি পরামর্শ বৈঠক করেছেন। সেখানে আওয়ামী লীগ সভাপতির সামনে জোটের শরিকরা কী কী দাবি তুলে ধরবেন, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।


এ বিষয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন, ‘বিগত নির্বাচনের পরে নতুন সরকার, নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আশা করছি, বৃহস্পতিবারের বৈঠকে জোটের ভবিষ্যৎ কার্যক্রম কী হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রস্তাবনা পাব। তার ভিত্তিতে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com