
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সুশাসনের অভাব ও জবাবদিহিতা না থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল সেক্টরের দায়িত্বশীলদের উদাসীনতায় পাহাড়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এজন্য সরকারকেই এই দায় নিতে হবে।
৭ এপ্রিল, রবিবার বিকেলে ৭ দিনের সরকারি সফরে রংপুরে এসে সার্কিট হাউজে গার্ড অফ অনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, পাহাড়ে এত নিরাপত্তা বেষ্টনী, সেনাবাহিনী ও পুলিশের চৌকি থাকার পরও দীর্ঘসময় ধরে ব্যাংক ডাকাতির মত ঘটনা ঘটিয়েছে কেএনএফ। যা স্পষ্টই প্রশাসনের উদাসীনতা।
বাহিনীর সদস্যদের শুধু জাঁকজমক ও সুযোগ সুবিধা থাকলেও জবাবদিহিতা না থাকায় এরকম ঘটনা ঘটেছে। এই ছোট ঘটনায় সরকারকে যেভাবে হিমশিম খেতে হয়েছে। তাই এখনই বিষয়গুলো নিয়ে ভাববার রয়েছে। না হলে আরো বড় কোন ঘটনায় হিমশিম খেতে হবে সরকারকে বলে মনে করেন তিনি।
এসময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা ভিপি আলাউদ্দিন মিয়া, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির এস এস ইয়াসিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]