
বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দেবেন না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। প্রভু হতে চায়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুন্ন করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে ভারত।
২ মার্চ, মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ঈদ উপহার বিতরন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ভারত দেশের মানুষের ভোটাধিকারে হস্তক্ষেপ করেছে, সীমান্তে নির্বিচারে হত্যা চালাচ্ছে। যারা বাংলাদেশের জনগণকে অসম্মান করে তাদের পণ্য কেনো কিনবো?
দেশে দূর্ভিক্ষ চলছে উল্লেখ করে রিজভী বলেন, রাস্তাঘাটে ভিক্ষুকের পরিমাণ বেড়েছে। আওয়ামী নেতাদের অর্থবিত্ত সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা ধনী হয়েছে। জনগণকে অনাহারে রেখে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। বাংলাদেশকে ভিক্ষুকের দেশে পরিণত করার চেষ্টা চলছে।
রিজভী আরো বলেন, টার্গেট করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক মূল্যবোধ নষ্ট করছে সরকার। দেশকে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধীনতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তারা।
এসময় বিএনপি নেতাকর্মীদের কারাগারে নির্যাতন করে সরকার বর্বর একটি নির্বাচন করেছে বলে অভিযোগ করেন তিনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]