রাজনীতি
মাসব্যাপী গণ ইফতারের ষষ্ঠ দিন
অবন্তিকা আত্মহত্যার বিচারের দাবি জানিয়েছে এবি পার্টি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ২০:৫৮
অবন্তিকা আত্মহত্যার বিচারের দাবি জানিয়েছে এবি পার্টি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকার আত্মহত্যাসহ ক্যাম্পাসে সংগঠিত সকল অনৈতিক কর্মকাণ্ডের বিচারের দাবি জানানো হয়েছে এবি পার্টির সমাবেশ থেকে।


১৭ মার্চ, শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এবি পার্টির মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির ষষ্ঠ দিনে বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে এবি পার্টির এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রায় সহস্রাধিক নাগরিক একসাথে বসে ইফতার গ্রহণ করে।


এবি পার্টির সহকারী সদস্যসচিব আনোয়ার ফারুকের সঞ্চালনায় ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সভাপতিত্বে গণ-ইফতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।


এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন নিজান বলেন, আজকে রোজাদার ভাই যারা উপস্থিত আছেন তারাই এ দেশের গণ-মানুষ, আপনাদেরকে নিয়েই আমরা রাজনীতি করি। আজ দেশের সাধারণ গরীব মেহনতি মানুষরা যদি তাদের অধিকার সম্পর্কে বুঝত তাহলে আজ যারা বড় বড় ফ্ল্যাটে বা বাড়িতে থাকেন, বড় বড় গাড়িতে চড়েন তারা এইভাবে চলতে পারত না। আপনাদেরকে অধিকার সচেতন হতে হবে, নিজেদের অধিকার নিয়ে কথা বলতে হবে। আজ ফিলিস্তিনের নারী শিশুদের এই রমজানেও যারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে।


তিনি এবি পার্টি আয়োজিত মাসব্যাপী গণ ইফতারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।


মাওলানা জালাল উদ্দীন এবি পার্টির গণ ইফতারের প্রশংসা করে বলেন, এটা একটা মহৎ উদ্যোগ। তিনি এবি পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।


মজিবুর রহমান মঞ্জু বলেন, বৈষম্যের বিরুদ্ধে রমজান হলো সবচাইতে বড় সাম্যের উদাহরণ। জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, এমপি মন্ত্রী যেমন ভোটের অধিকার রয়েছে তেমনি আমরা যারা সাধারণ মানুষ তাদেরও সমান ভোটাধিকার রয়েছে। আওয়ামী লীগ পুলিশ ও প্রশাসন দিয়ে যেভাবে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, জনগণের সকল অধিকার লুটেরাদের হাত থেকে ফিরিয়ে আনতে হবে।


এ সময় গণ-ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব আহমদ বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, উত্তরের সদস্যসচিব সেলিম খান, ছাত্র পক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টি মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রুনা হোসাইন, রিপন মাহমুদ, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সিএমএইচ আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com