
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী রবিবার (১০ মার্চ) এক শোকবার্তায় ইহসানুল করিম এর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন অবদান তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গণে তার অবদান চির অম্লান হয়ে থাকবে।
তিনি বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সহ আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি, পিটিআই এবং ভারতের দ্য স্টেটমেন্ট ও ইন্ডিয়া টুডেসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে মরহুম ইহসানুল করিম সাংবাদিকতা বিকাশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মহামন্য রাষ্ট্রপতি এবং ২০১৫ সালের ১৫ জুন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে তার অবদান চির ভাস্মর হয়ে থাকবে।
তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ কর্মবীরকে হারাল। তার এ শূন্যতা পূরণ হবার নয়।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবার্তা/এসসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]