জাতীয় পার্টি এখন গৃহপালিত রাজনৈতিক দল হয়ে গেছে: জিএম কাদের
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৫
জাতীয় পার্টি এখন গৃহপালিত রাজনৈতিক দল হয়ে গেছে: জিএম কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টি এখন গৃহপালিত রাজনৈতিক দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা পরজীবী হতে চাই, গৃহপালিত রাজনৈতিক দল নয়।


২৪ ফেব্রুয়ারি, শনিবার রাজধানীর বনানীতে জাপা কার্যালয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


’৯০ এর পর থেকে জাতীয় পার্টি দুর্বল হয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, ক্ষমতার বাইরে থাকলে আমাদের দেশের রাজনৈতিক দল গুলো টিকতে পারে না। যারা ক্ষমতায় থাকে তারা সব সময় বিভিন্ন ভাবে বঞ্চনার মাধ্যমে আমাদেরকে রাজনীতি করতে দেয়নি। ফলে যারা দলে ছিলেন তারা আস্তে আস্তে দল থেকে চলে গেছে। ক্ষমতায় থাকলে অনেকে দল করতে আসেন নিজের স্বার্থের জন্য। তারা দল এবং জাতির স্বার্থের বিবেচনা করে না। এমন ধরনের রাজনৈতিক কর্মীরা আমাদের দল থেকে চলে গেছে। এর ফলে আমাদের রাজনৈতিক গতি কিছুটা কমে গেছে। পরবর্তীকালে আমরা যখন মহাজোট করেছি তখন অনেকেই বলেছেন আমরা পরজীবি হয়ে গেছি।


তিনি বলেন, আমরা পরজীবী হতে চাই, গৃহপালিত রাজনৈতিক দল নয়। ধারাবাহিকভাবে পরজীবী থেকে স্বনির্ভরতার দিকে যাব। পরজীবী হয়ে আমরা অনেক কিছু করেছি। আমাদের একটা বড় দেন-দরবার করার শক্তি ছিল।


২০১৪ সালের পর থেকে জাতীয় পার্টি বার্গেনিং পাওয়ার হারিয়ে ফেলেছে এমন মন্তব্য করে জিএম কাদের বলেন, আমরা এখন আছি গৃহপালিত রাজনৈতিক দল হিসেবে; এটাই বাস্তবতা। কারণ হচ্ছে, সরকারি দল থেকে বিভিন্ন এজেন্ট আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে। এরা কিন্তু ঠিকই আমাদের দল করে, বিভিন্ন সুযোগ-সুবিধা নেয়, কিন্তু বার্গিনিং এর সময় সরকারের পক্ষে চলে যায়। ফলে আমরা যখনই কোন সিদ্ধান্ত নিতে যাই, তখনই তারা দল ভেঙে আরেকটা রাজনৈতিক দল করার চেষ্টা করে। আর এসব কিছু সরকার প্রতিনিয়ত করে এসেছে। যাতে আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে না পারি এবং সরকারের গৃহপালিত দল হিসেবে থাকি।


কাদের বলেন, এখন অনেকেই নানা কথা বলছেন নানাভাবে মূল্যায়ন করছেন। কিন্তু মূল্যায়নের জন্য এখনো সঠিক সময় আসেনি। অচিরেই মানুষ বুঝতে পারবে কেন এই নির্বাচনে অংশগ্রহণ।


এবারের নির্বাচনে দেখেছি রাজনীতি কতটা নোংরা হতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, বৈষম্যকে দূর করতেই হয়েছিল ভাষা আন্দোলন, সব জায়গায় শহীদ মিনার হচ্ছে কিন্তু বৈষম্য দিনকে দিন বেড়েই চলছে। বৈষম্যের অন্যায় এখনো হচ্ছে। বর্তমান সরকার বৈষম্য তৈরি করেছে আরও বেশি। একুশের চেতনা নিয়ে বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। আমরা মুক্তিযুদ্ধে নয় স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছি।


তিনি আরও বলেন, আমরা যখনই স্বাধীনভাবে রাজনীতি করতে যাই তখন আমাদের মধ্যে ভাঙন তৈরি হয়। সরকারই এমন করে। এর জন্যে দায়ী আমাদের লোভ-লালসা। সমস্ত দলের নেতাদের জাতীয় পার্টির রাজনীতি করতে হবে, সরকারি দলের নয়। যারা জাতীয় পার্টিতে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের বের করে দিতে হবে।


এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এড. রেজাউল ইসলাম ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, জাতীয় পার্টির নারী সংসদ সদস্য নাজমা আক্তার, জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, জাপা ঢাকা মহানগর উত্তর আহবায়ক তৈয়বুর রহমান, জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সালমা ইসলাম ও জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com