চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৭
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।


২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি বলেন, রাত একটার দিকে খন্দকার মোশাররফ দেশে ফিরেছেন। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে তিনি গুলশানের বাসায় চার থেকে ছয় মাস বেড রেস্টে থাকবেন। যেহেতু ব্রেইনে অপারেশন হয়েছে, তাই চিকিৎসক আগামী চার মাস কোনো ধরনের জনসমাগম ও কারও সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে তাকে নির্দেশনা দিয়েছেন।


খন্দকার মোশাররফ ব্রেন হ্যামারেজে আক্রান্ত। গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। ওইদিন রাতে শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুন তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়।


চলতি বছরের ২১ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্ত্রী ও দুই ছেলেও ছিলেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি ছিলেন খন্দকার মোশাররফ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com