
আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শহিদ কর্নেল তাহের মিলনায়তনে ২দিনব্যাপী জাতীয় কমিটির সভা আহ্বান করা হয়েছে।
জাতীয় কমিটির দুইদিনব্যাপী এই সভা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
জাতীয় কমিটির এই সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্য, জেলা/মহানগর কমিটিসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং বিশেষ আমন্ত্রণে জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্যগণ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাসদ মনোনীত দলীয় প্রার্থীগণ অংশগ্রহণ করবেন।
জাসদের জাতীয় কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি জনাব হাসানুল হক ইনু।
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে দুইদিন সভায় অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়ে দলের জাতীয় কমিটির এই সভায় যথাসময়ে উপস্থিত হওয়া এবং অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]