
জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির আগের সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
রওশন এরশাদের নির্দেশে এই সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।
৫ ফেব্রুয়ারি, সোমবার এক ঘোষণায় আরও বলা হয়েছে, আগামী ২ মার্চ অনুষ্ঠিতব্য পার্টির জাতীয় কাউন্সিল বাস্তবায়নের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ ঘোষণা করা হবে।
কাজী মামুনুর রশিদ অপর এক ঘোষণায় রওশন এরশাদের সিদ্ধান্ত অনুযায়ী ক্বারী মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালীকে (ময়মনসিংহ) পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে পুনর্বহাল করেছেন। এছাড়া জাতীয় পার্টির প্রাদেশিকবিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশুকে তার পদ পরিবর্তন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]