রওশনপন্থিদের কর্মসূচিকে গুরুত্ব দেয়ার কিছু দেখছি না: চুন্নু
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫০
রওশনপন্থিদের কর্মসূচিকে গুরুত্ব দেয়ার কিছু দেখছি না: চুন্নু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২ মার্চ রওশনপন্থিদের কর্মসূচি নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রতিটি দলেরই বিভিন্ন কর্মসূচি থাকে, কিন্তু তাদের (রওশনপন্থি) কর্মসূচিকে গুরুত্ব দেয়ার কিছু দেখছি না।


৪ ফেব্রুয়ারি, রবিবার বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


কাকরাইল কার্যালয় দখলের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ব্যবস্থা নেয়ার কিছু দেখছি না, দলের কেউ কিছু করেনি। তবে বাইরের কেউ বাড়াবাড়ি করলে আইনগত ব্যবস্থা নেব।


তিনি বলেন, যারা শাসন করে তারা সবসময় বিরোধী দলের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে, আমাদের চেয়ারম্যান সেই প্রভাব থেকে বের হওয়ার কথা বলেছেন।


মুজিবুল হক বলেন, আমরা বিএনপির মতো সরকার পতনের আন্দোলন করি না, ক্ষমতায় যাওয়ার আন্দোলন করি না।


তিনি বলেন, জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না, তারা সক্রিয়ভাবে জনগণের পক্ষে কথা বলতে চায়।


পিটার হাসের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি সেটা আমরাও স্বীকার করি, তাদের মতামত ভিন্ন হতেই পারে। কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই অবশ্যই তারা আমাদের সঙ্গে কাজ করবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com