
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রপথিক, জাসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি, রাজনৈতিক গুপ্তহত্যার শিকার শহিদ এড. মোশাররফ হোসেনের ৫০তম হত্যা দিবসে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৪টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় আইনজীবী পরিষদের এড. মোহাম্মদ সেলিম, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রলীগ (ননী-মাসুদ) এর কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।
স্মরণ সভায় শহিদ এড. মোশাররফ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, এড. শহিদ মোশাররফ হোসেনসহ সমাজ বদলের সংগ্রামে মহান শহিদদের পথ ধরেই জাসদ জাতীয় স্বার্থকে সর্বোচ্চ স্থানে রেখে, সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দলের রাজনৈতিক নীতি-কৌশল নির্ধারণ করে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছে।
জাসদের চলার পথে ভুল-ত্রুটি থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে জাসদ যখন যে রাজনৈতিক কর্তব্য নির্ধারণ করেছে তা পালন করার চেষ্টা করেছে। ২০২৪ সালে, জাসদ রাজনীতি-রাষ্ট্র-সমাজে সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সংস্কৃতি, ধর্মান্ধতার বিপদ মোকাবেলা; দুর্নীতিবাজ-লুটেরা মাফিয়া সিন্ডিকেটের বিপদ মোকাবেলা; নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ সামনে নিয়ে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে।
স্মরণসভা শুরুর প্রাক্কালে শহিদ এড. মোশাররফ হোসেনের প্রতিকৃতিতে মাল্যদান এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]