
১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেল যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
৩০ জানুয়ারি, মঙ্গলবার রাত ৮ টা ২০ মিনিটে ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্না বলেন, কারাগার মুক্তি মিললেও দেশের মানুষের তো মুক্তি মেলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে।
তিনি বলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোন জেল, জুলুম, হুলিয়ার পরোয়া করি না। জনগণের অধিকার আদায়ের সারা জীবন লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত বছরের ৭ মার্চ মুন্নাকে আটক করে একাধিক মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
বিবার্তা/রুবেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]