দেশের ৯৫ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ: গয়েশ্বর
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ২২:৪৯
দেশের ৯৫ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ: গয়েশ্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পক্ষে দেশের ৯৫ ভাগ মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন বলে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল ইস্পাত কঠিন জাতীয় ঐক্য, তার যোগ্য উত্তরসুরী হিসেবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে তা প্রমাণ করেছেন। দেশের লুটেরা-দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারী ৫ ভাগ মানুষ মাত্র একদিকে। আর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ৯৫ ভাগ মানুষ ঐক্য গড়েছে। এই ইস্পাত কঠিন জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার পূর্বশর্ত।


২৪ জানুয়ারি, বুধবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


চলমান আন্দোলন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আসুন এখন সাহস করে আমরা আমাদের যথার্থ কাজটা অব্যাহত রাখি। তাহলে সময়টা স্বল্প হয়ে যাবে, বেশি হওয়ার কারণ নেই।


সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বিএনপির প্রত্যাশা হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি।


এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।


পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজ সবার উন্নয়ন করার কথা চিন্তা করলে গণতন্ত্র ছাড়া কোনো পথ নাই। আর গণতন্ত্র নাই বলেই আজকে দেশের বিপুল সংখ্যগরিষ্ঠ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত। আর হাতে গোনা কিছু মানুষ প্রতিদিন কোটি কোটি টাকার বাড়ি কিনছে। দেশের শতকরা ৫ ভাগ মানুষ দেশের বিপুল পরিমাণ সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে।কারণ একটাই সেটা হলো, সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনের প্রয়োজন নেই সরকারের। ফলে তারা ভোটেই বিশ্বাস করে না। যদি ভোটের প্রয়োজন হতো, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করত, ৭ জানুয়ারির মতো একতরফা নির্বাচন হতো না।


বিকেলে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, এস এম আব্দুল হালিম, এস এম জহুরুল ইসলাম, ক্যাপ্টেন (অব.) সৈয়দ সুজা উদ্দিন, আব্দুর রশিদ সরকার, তাহমিনা রুশদীর লুনা, বিজন কান্তি সরকার, আফরোজা খানম রিতা, প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন, জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু, রাশেদা বেগম হীরা, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, তাইফুল ইসলাম টিপু, নেওয়াজ হালিমা আরলী, কাদের গণি চৌধুরী, আমিরুজ্জামান খান শিমুল, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু, কাজী রওনাকুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য নূর মোহাম্মদ খান, আয়েশা সিদ্দিকা মনি, ফরিদা ইয়াসমিন, রোকসানা খানম মিতু, শেখ মজিবুর রহমান ইকবাল, ইকবাল হোসেন শ্যামল, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, পেশাজীবী নেতা অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড. কামরুল আহসান, অধ্যাপক ড. নুরুল ইসলাম, চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, মহিলা দল ও ওলামা দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com