কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ
জুনের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হবে: হানিফ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৪:৫৮
জুনের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হবে: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হবে উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আমাদের দেশের কিছু মানুষের মানসিকতা হচ্ছে সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য ফন্দি-ফিকির করা। সারা পৃথিবীতে ধর্মীয় উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সেই জন্য সকল জিনিসপত্রের (পণ্যের) দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে হয় এটার উল্টো। এটা হচ্ছে আমাদের মানসিকতার সমস্যা। এই মানসিকতার কারণেই মাঝে মধ্যে দেশে দ্রব্যমূল্যের অস্থিরতা সৃষ্টি হয়।


২২ জানুয়ারি, সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ উপজেলা পরিষদের সরকারি দফতরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/এসবি/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com