
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বেশ কিছুদিন যাবৎ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার এই পরিস্থিতিতে দলের কয়েকজন ছাড়া সেভাবে কেউ খোঁজ খবর রাখছিলেন না। কয়েকটি গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ হয়।
সে সময় খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ প্রতিবেদককে বলেছিলেন, 'সবাই যে যার মত ব্যস্ত। কে কার খোঁজ নেবেন?'
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে জানান, সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনকে দেখতে গিয়েছেন। তার চিকিৎসা এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
বিবার্তা/রুবেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]