
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 'যে সব প্রতিষ্ঠান গণতন্ত্রকে সবল শক্তিশালী রাখে সেগুলো আগেই ভেঙ্গে চুরমার করে দেয়া হয়েছে। বিরোধী দলকে নির্মূল করার জন্য বিচার বিভাগকে অত্যন্ত নির্মমভাবে ব্যবহার করা হয়েছে। বিচারকদের দিয়ে প্রতিদিন বিএনপির নেতাকর্মীদেরকে জেলে সাজা দেওয়া হচ্ছে।'
১০ জানুয়ারি, বুধবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গত সাত জানুয়ারি নির্বাচন নিয়ে মানুষের মৌলিক অধিকার নিয়ে যে ভয়ংকর ছিনিমিনি শেখ হাসিনা খেললেন এটা শুধু নজিরবিহীন বললেই শেষ হবে না এর মধ্যে যে নির্দয়তা, নির্মমতা নিষ্ঠুরতা এরকম অনাচার পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, 'এবার রাজনৈতিক খেলা, নির্বাচনি খেলা তো আপনারা দেখালেন। একদলকে বিভিন্ন দল করে আমি ঢামি মামুদের কে দিয়ে যে নির্বাচন করালেন এই নির্বাচনে গোটা বিশ্ববাসী হাততালি দেয়নি মুচকি হেসেছে যে এরা মানুষ হিসাবে কথা বলেছে নাকি এদের ভিতর অন্য কিছু আছে, অন্য কোন সত্তা আছে তাদের। এখন রাজনীতির খেলা নাকি দেখাবে। তারা দুর্নীতির সাগরে ভাসছে তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবে। দুর্নীতি তো আপনাদের সরকারের অঙ্গের ভূষণ, লক্ষ কোটি টাকা পাচার করে আপনাদের পরিবারকে ঐতিহ্যের মধ্যে রেখেছেন এখন নাকি দুর্নীতির বিরুদ্ধে রাজনীতির খেলা হবে।
রিজভী অভিযোগ করে আরও বলেন,' গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেফতার ৪০ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা ০২ টি, মোট আসামি ১৩৫ জনের অধিক নেতাকর্মী, মোট আহত ১৫ জনের অধিক নেতাকর্মী।
বিবার্তা/রুবেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]