হাইকোর্টের আদেশ স্থগিত, স্বতন্ত্র প্রার্থী আওলাদকে শপথ দিতে নির্দেশ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১২:৪৫
হাইকোর্টের আদেশ স্থগিত, স্বতন্ত্র প্রার্থী আওলাদকে শপথ দিতে নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফলাফল স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. আওলাদ হোসেন।


ফলে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গেজেট স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। পাশাপাশি নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে অবিলম্বে শপথ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।


১০ জানুয়ারি, বুধবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।


এর আগে বুধবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে ঢাকা-৪ আসনের ফলাফল স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আবেদন করা হয়। আওলাদ হোসেনের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, গতকাল ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা-৪ আসনে ১৮টি কেন্দ্রে ভোটে অনিয়মের ঘটনা ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।


নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


জানা যায়, সূত্রাপুর (ডিএসসিসি ওয়ার্ড ৪৭), ডেমরা (ডিএসসিসি ওয়ার্ড ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯) উপজেলা নিয়ে গঠিত ঢাকা-৪ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আওলাদ হোসেন মোট ভোট পান ২৪ হাজার ৭৭৫টি। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পান ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙল প্রতীক নিয়ে পান ৭ হাজার ৭৯৮ ভোট।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com