
ব্রাহ্মণবাড়িয়া বিএনপি পন্থি আইনজীবীদের আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এর কোন মর্মার্থ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।
এ সময় তিনি বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।
৩ ডিসেম্বর, বুধবার সকালে নির্বাচনি এলাকা আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা নির্বাচনকে তামাশার নির্বাচন বলে এটা তাদের বক্তব্য। কারণ জনগণের কর্মকাণ্ডই বলে দিচ্ছে জনগণ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং তারা অংশগ্রহণ করবেন।
এসময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]