প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৫১
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।


১ জানুয়ারি, সোমবার সকালে সাড়ে ১০ টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শ্রদ্ধা নিবেদন শেষে মঈন খান বলেন, নির্বাচনের নামে সব হযবরল করে ফেলেছে সরকার । কে কোন সিটের এমপি হবে রাজধানীতে বসে তা নির্ধারণ করে ফেলেছে সরকার।


তিনি বলেন জনগণের ভোটে নয়, সরকারের সিলেকশনে এমপি হচ্ছে এবার । তারাই এখন নির্বাচনের পরিস্থিতি নিয়ে কথা বলছেন, বিএনপির কিছু বলার দরকার হচ্ছে না।



বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র প্রায় মৃত এখন, অলিখিত বাকশাল কায়েম করেছে সরকার। বিএনপি আন্দোলন করছে মানুষের অধিকার নিয়ে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে। আর সরকার বিএনপির শান্তিপূর্ন কর্মসূচীতে ক্র্যাকডাউন করেছে।
পুলিশ প্রশাসনের শক্তি নয় বরং জনগণের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেও মনে করেন মঈন খান।


দেশজুড়ে নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন, হেফাজতে নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাংচুর, আত্মীয়স্বজনদেরও গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে জেলায় জেলায় ছাত্রদলের প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হবে।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২ জানুয়ারি বিকেল ৪টায় ভার্চুয়াল আলোচনা সভা করবেন নেতারা।


১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন।


আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। সেই ধারাবাহিকতায় বিএনপির বর্তমান ভোট বর্জন, অসহযোগ আন্দোলনসহ একদফা দাবিতে আন্দোলনেও ছাত্রদল সামনে থেকে ভূমিকা রেখে চলছে।


২০২২ সালের ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেই আংশিক কমিটিতে সিনিয়রসহ সভাপতির দায়িত্ব পান রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাত্র ছয় মাসের মধ্যে সফলতার সাথে ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি। গেল বছরের ৮ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে রাশেদ ইকবাল খানকে।


বিবার্তা/রুবেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com