দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
হলফনামা অনুযায়ী শীর্ষ ১০ ঋণ ও দায় সম্পন্ন ব্যক্তি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ২২:০০
হলফনামা অনুযায়ী শীর্ষ ১০ ঋণ ও দায় সম্পন্ন ব্যক্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ ১০ ঋণ ও দায় সম্পন্ন প্রার্থীর তালিকা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নির্বাচন কমিশনের দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি।


২৬ ডিসেম্বর, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন টিআইবির সমন্বয়ক (আউট রিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তাওহিদুল ইসলাম।


শীর্ষ ১০ ঋণ ও দায়সম্পন্ন ব্যক্তির তালিকায় যারা রয়েছেন:


১. ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- এস. এ. কে. একরামুজ্জামান (২৫৩৭.৮৫ কোটি টাকা)।


২. চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী- মোহাম্মদ মনজুর আলম (২০০৬.৬ কোটি টাকা)।


৩. নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী- গোলাম দস্তগীর গাজী (১৯৫৮.১২ কোটি টাকা)।


৪. গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী- মাহমুদ হাসান (১২০৯.১৭ কোটি টাকা)।


৫. যশোর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী- কাজী নাবিল আহমেদ (৯১৩.৮১ কোটি টাকা)।


৬. নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- গাজী গোলাম মূর্তজা (৫৯৫.৯২ কোটি টাকা)।


৭. ফেনী-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী- মো. আবুল বাশার (৫৬৭.৭৫ কোটি টাকা)।


৮. চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- এম. এ. রাজ্জাক খান (৫০৬.৭১ কোটি টাকা)।


৯. জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী- আবু সাঈদ আল মাহমুদ স্বপন (৪১৯.৬০ কোটি টাকা)।


১০. নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী- এ কে এম সেলিম ওসমান (১০৩ কোটি টাকা)।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com