নির্বাচনে যারা আসেনি জনগণ তাদের ভুলে গিয়েছে: নাছিম
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৮
নির্বাচনে যারা আসেনি জনগণ তাদের ভুলে গিয়েছে: নাছিম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি সুন্দর নির্বাচন করতে চাই। আর এ জন্য যারা নির্বাচনি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলকেই যার যার অবস্থান থেকে আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন প্রতিযোগিতা মূলক হোক সেটা আমরা চাই। যারা নির্বাচনে আসেনি দেশের জনগণ তাদের ভুলে গিয়েছে। যারা ট্রেন মিস করে সে যাত্রীদের খোঁজ কেউ রাখেনা। এখন ট্রেন থামানোর চেষ্টা করেও কোন লাভ নেই। ট্রেন চলছে এবং সেটি তার গন্তব্যে পৌঁছাবে।


২৬ ডিসেম্বর, মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় নির্বাচনি গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখেছি তা আমাদের আনন্দিত করেছে। দেশরত্ন শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা দেখে আমরা অভিভূত। মানুষের চোখে মুখে আমরা ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখতে পেয়েছি।


নাছিম বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়াকে আমরা সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা চাই সন্ত্রাস ও সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে। আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ আমরা রক্ষা করতে চাই। আমরা জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশ গাড়তে হলে আমাদের গণতান্ত্রিক চেতনাকে সমৃদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে।


তিনি বলেন, যারা দেশের গণতন্ত্রের উপর আঘাত আনে এবং স্বৈরাচারের দোসর তাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। যারা জঙ্গিদের সমর্থন করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশের ১৬ কোটি মানুষের স্বার্থের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। এটাই আমাদের দায়িত্ব ও কর্তব্য।


বাহাউদ্দিন নাছিম সকাল ১০ টায় সেগুন বাগিচা পি ডব্লিউ ডি স্টাফ কোয়ার্টার, চিটাগাং হোটেল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তারপর সেগুন বাগিচা বটতলা, অভিযান ক্লাব, সেগুন বাগিচা হাই স্কুল এলাকা, ঢাকা রির্পোটাস ইউনিট এলাকা, প্রেস ক্লাবের সামনে দিয়ে কদম ফোয়ারা এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ফজলুল হক হল, শহীদুল্লাহ হল, আনন্দ বাজার, ফুল বাড়িয়া পশ্চিম এলাকা, বঙ্গ বাজার, গুলিস্থান গোলাপ শাহ মাজার হয়ে পীর ইয়ামেনি শাহ-শাহাব বাড়ি এলাকায় গণসংযোগ করেন।


বিকেলে তিনি ৮ নং ওয়ার্ডের এন এস পাম্প মেইন রোড থেকে গোপীবাগ, মতিঝিল ব্যাংক কলোনি, রূপালী সংসদ এলাকা, পরিজামিলা জামে মসজিদ হয়ে দক্ষিণ কমলাপুর কবরস্থান, আই.সি.ডি গেট হয়ে কমলাপুর বি.আর.টি.সি বাস ডিপো এলাকা, কবি জসিমউদ্দিন রোড এলাকায় গণসংযোগ ও পল্লি কবি জসিমউদ্দিন এর বাড়িতে মতবিনিময় সভা শেষে সাগুপ্তা নির্বাচনি ওয়ার্ড কার্যালয়ে এলাকায় গণসংযোগ করেন এবং সন্ধ্যায় বাইতুল মোকাররম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com