নির্বাচনবিরোধী সহিংসতা আমরা সমর্থন করি না: কাদের
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪
নির্বাচনবিরোধী সহিংসতা আমরা সমর্থন করি না: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনবিরোধী কোনো সহিংসতা আমরা সমর্থন করি না। এক্ষেত্রে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিবে আমরা তা সমর্থন করি। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। তারা এখন তাদের নির্বাচনি আচরণবিধি যথাযথ প্রয়োগ হয় সেটি দেখার দায়িত্ব তাদের।


২৫ ডিসেম্বর, সোমবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, আমরা দেশ পরিচালনা করছি। সবকিছু শতভাগ পারফেক্ট এমন দাবি আমরা করি না। সমালোচনার কাজ হলে সমালোচনা হবে। সমালোচনা হলে শুদ্ধ হওয়ার সুযোগ থাকে।


কাদের বলেন, নির্বাচনে বড় কোনো সংঘাত আমরা আশঙ্কা করছি না। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। যারা ইলেকশনের পরিবেশকে দূষিত করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী যথাযথ ব্যবস্থা নিবে।


১৫ বছরে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে- সিপিডির এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ৯২ হাজার কোটি টাকা কোথায় গেল? সেটি জানতে চাই। এই টাকা কোথায় গেছে? কোথায় আছে? সন্ধান দিলে জবাব দিব। আমাদের জানা নেই।


তিনি বলেন, বদিউল আলম মজুমদার বিএনপির একজন খাস দালাল। বিএনপির রিজভী যা বলে উনিও তাই বলে।


এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com