কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ
'আরব বসন্তের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে না'
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৯
'আরব বসন্তের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে না'
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে এদেশে বহুবার আরব বসন্তের গল্প শোনানো হয়েছে। আরব বসন্তের স্বপ্ন আরবেই দেখতে হবে। বাংলাদেশে এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।


১৯ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১টায় মাহবুবউল আলম হানিফ নির্বাচনী প্রচারণায় বের হওয়ার পূর্বে কুষ্টিয়ায় নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন।


তিনি বলেন, বিএনপির হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। এতে নির্বাচন বাধাগ্রস্ত হবে না, নির্বাচন উৎসবমুখরই হবে।



তিনি আরো বলেন, বিএনপি এখন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নাই। রাজনৈতিক দল থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে। বাসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে তারা এখন সাধারণ মানুষকে হত্যা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে তাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণ হতে পারে না। বিএনপি এখন দেশের শত্রু ও জাতির শত্রু। তাই তাদের এখন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।


সোমবার নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া শহরে নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রচারণায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com