জোট শরিকদের আসন ভাগাভাগি নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারেননি ১৪ দল নেতারা। আসন ভাগাভাগি নিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত আসবে।
১০ ডিসেম্বর, শনিবার রাতে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠক শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ১৪ দলীয় জোট একসাথে নির্বাচন করবে। তবে চূড়ান্ত আসন বণ্টন সম্ভব হয়নি।
আসন ভাগাভাগি হওয়ার পর, সেইসব আসনের বাইরে প্রত্যেক দলের প্রার্থীরা নিজ দলের প্রতীক নিয়ে স্বাধীনভাবে নির্বাচন করতে পারবে বলেও জানান তিনি।
রাশেদ খান মেনন বলেন, আসন বণ্টন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আসন কোনটা কাকে দেয়া হবে সেটা এখনো ঠিক হয়নি।
তিনি বলেন, প্রার্থী তালিকা ছোট করা হয়েছে। প্রার্থী মনোনয়নে কোথায় কে জিতবে সেটা গুরুত্ব দেয়া হবে।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]