অবরোধের সমর্থনে গুলশানে ছাত্রদলের মিছিল
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:০২
অবরোধের সমর্থনে গুলশানে ছাত্রদলের মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।


দশম ধাপে ডাকা অবরোধের প্রথম দিনে বুধবার দুপুরে গুলশান-১ থেকে গুলশান-২ অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।


এসময় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ স্বাস্থ্য সম্পাদক ডা. মো. মাহবুব শেখ, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাফর উল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হোসেন সাইদ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান তুফান, উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজম হোসেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন,জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, সলিমুল্লাহ মসুলিম হলের দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) রেদোয়ান মাহদী জয়।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রুবেল আহমেদ, সদস্য ইয়াসিন।


ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন, রাহাত হোসেন, মাজহারুল ইসলাম সুমন দরজী, মানবাধিকার সম্পাদক সুমন ইসলাম, সহ আপ্যায়ন সম্পাদক আতাউর রহমান।


তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, নোবেল ইসলাম সূর্য, আব্দুল হামিদ, শাহানাজ পারভীন।


বাঙলা কলেজ ছাত্রদল সিনিয়র সহ সভাপতি মো. মোখলেছুর রহমান সহ সাধারণ সম্পাদক আবু মুছা রবিন, হুমায়ুন কবির ওমর, সহ সাংগঠনিক সম্পাদক কাজল হোসেন। প্রিন্সিপাল আবুল কাশেম হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।


ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাত জাহান।


তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী, সহ সাধারণ সম্পাদক আবদুর রহমান।


কবি নজরুল কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান।


বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আওয়াল জোয়ার্দার, যুগ্ম সম্পাদক মো. আল-আমিন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক, সাকিব হোসেন হৃদয়, সহ সাংস্কৃতিক সম্পাদক, শরিফুল ইসলাম, ছাত্রনেতা শামীম আহমেদ।


ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা মো. সুজন মৃধা, মোহাম্মদপুর-৩২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো. পারভেজ খাঁন, এ. কে. এম. হাসানাত আলীমুন, মো. হিরণ, ৩৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শিহাব খাঁন।


ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসাইন, ছাত্রনেতা নবাব রাব্বি, মীর সাব্বির, শেখ ওমর, মাহবুব খান।


মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবু, হাতিরঝিল থানার দফতর সম্পাদক আজিজুল হাকিম শুভ, ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাসির ঢালী।


বনানী থানা ছাত্রদল নেতা হৃদয় হোসেন, জিসান রহমান, তাসীম।


ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, মেহেদী হাসান, ছাত্রনেতা সাকিব, লিখন, আব্দুল্লাহ আল মামুনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবী ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com