জোটের মর্যাদা, সম্মান রক্ষা করে আসন বণ্টন চায় ১৪ দল
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:০৯
জোটের মর্যাদা, সম্মান রক্ষা করে আসন বণ্টন চায় ১৪ দল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জোটের মর্যাদা ও সম্মান রক্ষা করে আসন বণ্টনের নীতি যাতে কার্যকর হয় সেভাবে আলোচনা চলছে।


৫ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


হাসানুল হক ইনু বলেন, যেকোনো লেনদেনের দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দরকষাকষি হয়, মন কষাকষি হয়। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব। এখানে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে।


তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং রাতের খাবারের মধ্য দিয়ে এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছেন যে, জোট আছে, জোট একসঙ্গে নির্বাচন করবে। আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব।


রাশেদ খান মেনন বলেন, গত সংসদে ৮ জন মনোনয়ন পেয়েছিল। এবার আরও বেশি চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসন বন্টনের চেয়ে রাজনীতি নিয়ে বেশি কথা হয়েছে।


এর আগে বিকেলে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর নিউ ইস্কাটনস্থ বাসায় বৈঠকে বসেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com