ঝিনাইদহের ৪টি আসনে ৭ জনের মনোনয়ন বাতিল
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৯
ঝিনাইদহের ৪টি আসনে ৭ জনের মনোনয়ন বাতিল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি আসনে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে চার জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তারা হলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) স্বতন্ত্র প্রার্থী শিহাবুজ্জামান ১% ভোটার তালিকায় অসত্য তথ্য প্রদান ও আবু বক্কর (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) হলফ নামা অসম্পূর্ণ থাকা এবং ঝিনাইদহ-২ (সদর উপজেলা ও হরিণাকুন্ডু) নজরুল ইসলাম ঋণ খেলাপি (বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি), শরীফ মোহাম্মদ বদরুল হায়দার (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট) দাখিল করা আয়কর রিটার্নের প্রত্যয়িত অনুলিপি না থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।


এর আগে ৩ ডিসেম্বর (রবিবার) ঝিনাইদহ-৩ আসন (মহেশপুর-কোটচাদপুর) টিএম আজিবর রহমান (স্বতন্ত্র) মোঃ নাজিম উদ্দীন (স্বতন্ত্র) ১% ভোটারের তালিকায় অসত্য তথ্য প্রদান করায় মনোয়ন পত্র বাতিল করা হয়।


ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) জাকের পার্টির মোঃ ইছাক আলী বিশ্বাসের মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


গত ৩০ নভেম্বর ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের প্রার্থী হতে ৩৪ জন মনোয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল হওয়ার কারণে এখন বৈধ প্রার্থী হলেন ২৭ জন।


বিবার্তা/রায়হান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com