শিরোনাম
ভোলায় ৪টি আসনে মনোনয়নপত্র বাতিল ২, স্থগিত ১
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ২২:৪৯
ভোলায় ৪টি আসনে মনোনয়নপত্র বাতিল ২, স্থগিত ১
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় ২০ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ১ জনের স্থগিত করেছে জেলা রিটার্নিং অফিসার।


৩ ডিসেম্বর, রবিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে এসব মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান।


বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনের প্রার্থী মিজানুর রহমান এবং ভোলা-২ আসনের প্রার্থী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির আলমের মনোনয়ন বাতিল ও ১ জনের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।


ভোটার তালিকা সঠিক না থাকা এবং একই দলের একাধিক প্রার্থী থাকায় তাদের প্রার্থীরা বাতিল করা হয়।


এর আগে প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত যাচাই-বাছাই করেন রিটার্নিং অফিসার। ভোলার ৪ টি সংসদীয় আসনে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে ভোলা সদর আসন থেকে ৪ জন, ভোলা-২ থেকে ৬ জন, ভোলা-৩ থেকে ৫ জন ও ভোলা-৪ থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।


এদের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১৭টি, ২টি অবৈধ এবং ১টির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।


ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


বিবার্তা/শাহীন/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com