সিলেট-২ আসনে স্থগিত হওয়া জাপা প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০
সিলেট-২ আসনে স্থগিত হওয়া জাপা প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুই ঘণ্টা পর আয়কর রিটার্নের কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।


এর আগে ৩ ডিসেম্বর, রবিবার সকাল ১১টার দিকে বাছাইকালে আয়কর রিটার্ন জমার কাগজ উপস্থাপন না করায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার মনোনয়নপত্র স্থগিত করেন। পরে দুপুর ১টার দিকে কাগজপত্র জমা দেওয়ার পর তা বৈধ ঘোষণা করা হয়।


এছাড়া একই আসনে মনোনয়ন স্থগিত করা হয়েছে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসেনের।


মনোনয়ন বাতিল হয়েছে বর্তমান এমপি গণফোরামের মোকাব্বির খান, তৃণমূল বিএনপির মো. আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, ইকবাল হোসেন ও মোশাহিদ আলীর।


বিবার্তা/ফয়সাল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com