শিরোনাম
অবরোধের সমর্থনে রাজধানীতে বিএনপির মশাল মিছিল
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ২২:৩৭
অবরোধের সমর্থনে রাজধানীতে বিএনপির মশাল মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৮ম দফা অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছেন ছাত্রদল-যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা।


২৮ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলক্ষেত থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করেন তারা। এসময় তারা অবরোধের সমর্থনে শ্লোগান দেন এবং এক দফা আদায়ের জন্যে স্লোগান দেন এবং তফসিল বাতিলের দাবিও করেন।


জানা গেছে, এ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম শিকদার রানা। মশাল মিছিলটি ফুটওভার ব্রিজের নিচ থেকে শুরু হয়ে এয়ারপোর্টের সামনের সড়কে গিয়ে শেষ হয়।


এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উত্তর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদল নেতা পাভেল, বাড্ডা থানা ছাত্রদল নেতা নাসির, ইমনসহ শতাধিক নেতাকর্মী।


এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে রাজধানীর বনানী-কাকলী মোড় মেইনরোড আটকিয়ে মশাল মিছিল করা হয়।


এসময় ছাত্রদল কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com