আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশের জনগণ নির্বাচনকে উৎসব হিসেবে নেয়। এবারের নির্বাচনও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনি উৎসবে যারা শামিল হতে পারেনি তাদের জন্য সমবেদনা থাকবে।
২০ নভেম্বর, সোমবার বেলা পৌনে ২টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, আমরা আশা করি, সব দলই নির্বাচন অংশ নিবে। যারা নির্বাচনকে জনগণের উৎসব ভাবতে পারেনি তারা হয়তো নির্বাচনে অংশ নেবে না। এজন্য নির্বাচনি উৎসব থেকে দূরে আছে।
মনোনয়ন ফরম বিতরণের সময় বাড়বে কি না জানতে চাইলে হানিফ বলেন, এই মুহূর্ত পর্যন্ত সময় বাড়ানোর চিন্তা এখনো নেই। আমার মনে হয় পূর্ব নির্ধারিত সময়ে সবাই ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ২৩ নভেম্বর শুরু হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিবার্তা/সোহেল/এসবি/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]