ঢাকার ৬স্থানে সবজি বিক্রি করছে আওয়ামী লীগের তিন সংগঠন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১০:১৭
ঢাকার ৬স্থানে সবজি বিক্রি করছে আওয়ামী লীগের তিন সংগঠন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কৃষকের ক্ষেত থেকে সরাসরি সবজি ক্রয় করে রাজধানী ঢাকার ছয়টি পয়েন্টে ন্যায্য মূল্যে বিক্রি কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।


মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে মিরপুর আনসার ক্যাম্পের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এসময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ তিন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


উদ্বোধন অনুষ্ঠানে তারা বলেন, বিএনপি-জামায়াতপন্থি ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে জিনিসের দাম বৃদ্ধি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই শেখ হাসিনার নির্দেশে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে। এতে কৃষক যেমন উপকৃত হবে তেমনি, সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com