অর্থমন্ত্রী ‘উজিরে খামোখা’ হয়ে গেছেন- শামীম হায়দার পাটোয়ারী
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ২১:৪৫
অর্থমন্ত্রী ‘উজিরে খামোখা’ হয়ে গেছেন- শামীম হায়দার পাটোয়ারী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে উজিরে খামোখা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।


১ নভেম্বর, বুধবার বিকেলে সংসদ অধিবেশনে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩’ এর উপর আলোচনায় তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্য শামীম হায়দার বলেন, অর্থমন্ত্রী সংসদে নেই। একটি আইন আসছে ওনার মন্ত্রণালয়ের। হি ইজ অ্যা মিনিস্টার মিসিং অ্যাকশন। ইকোনমিক ক্রাইসিস চলছে। প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামোখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামোখা। দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন, এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।


তিনি বলেন, দেশে অর্থনীতিবিদের অভাব নেই। দেশের অর্থনৈতিক সংকটের সমাধান করতে পারবে এরকম লোকের অভাব নেই। আইনমন্ত্রীকে ধন্যবাদ উনি দ্বিগুণ চাপ নিচ্ছেন। আমাদের শঙ্কা ২০২৬ সালে বাংলাদেশকে আরও এক থেকে দেড় বিলিয়ন ডলার করে বিদেশি ঋণ শোধ করতে হবে। তার মানে ২০২৬ সালে ডলারের চাহিদা যোগ হবে মিনিমাম ২০ বিলিয়ন- শুধু লোন শোধের জন্য।


পাটোয়ারী বলেন, বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা দরকার। কিন্তু ডলার আমরা কোথায় পাবো- যা এখন থেকে ২০২৬ সাল পর্যন্ত লাগবে। এটার উত্তর অর্থমন্ত্রী থাকলে হয়তো দিতে পারতেন। এতগুলো ডলার জমেছে বিভিন্ন ভুল চুক্তি, ভুল বিনিয়োগ ও ভুল ঋণের কারণে। ভুল ঋণ কেন হয়েছে- কারণ তখন সংসদে এগুলো নিয়ে বিশদ আলোচনা হয়নি। আলোচনা হলে কিছু কিছু বিষয়ে সরকার হয়ত চিন্তা করত।


তিনি আরও যুক্ত করেন, পলিটিক্যাল ক্রাইসিস আওয়ামী লীগ টেকেল করেছে সারাজীবন এবং ভালোভাবেই সেটি করেছে। এখনও হয়ত পারবে। কিন্তু অর্থনীতি তো সরকারের একার হাতে না, এটা গ্লোবাল। আমরা যে ঋনের জালে পড়ে যাচ্ছি, সেটি নিয়ে ভাবতে হবে। সেজন্য সমন্বিত আলোচনা প্রয়োজন।


বিবার্তা/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com