২০ শর্তে সমাবেশের অনুমতি পেল দুই দল
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ২০:৪৫
২০ শর্তে সমাবেশের অনুমতি পেল দুই দল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। তবে সমাবেশ করার জন্য দুই দলকেই ২০টি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এই শর্ত মেনে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ।


২৭ অক্টোবর, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানান।


এর আগে সদর দফতরে নিজ কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খ. মহিদ উদ্দিন বলেছিলেন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে, দুই ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।


আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে ডিএমপিতে আজ এক বৈঠক হয়েছে। বৈঠকে কী কী আলোচনা হয়েছে জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়ছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com