রাজনীতি
পথচারীদের জন্য মেয়রের কাছে ‘টয়লেট’ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১৫:৩৮
পথচারীদের জন্য মেয়রের কাছে ‘টয়লেট’ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় চলাচলরত পথচারী ও ট্রাফিক পুলিশ সদস্যদের বিড়ম্বনা এড়াতে ‘টয়লেট’ স্থাপনের জন্য মেয়রের কাছে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।


রবিবার (১৫ অক্টোবর) দুপুরে ফার্মগেটে ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে তিনি এ অনুরোধ জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অন্ততপক্ষে টয়লেটের ব্যবস্থা রাখবেন যাতে পথচারীদের বিড়ম্বনায় পড়তে না হয়।


তিনি বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। তাদের (ট্রাফিক পুলিশ) কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের যেন অসুবিধা না হয়, এ জন্যই ছোট ছোট পুলিশ বক্স করা হয়েছে। মেয়র যেটা বলেছেন, সেগুলো (পুলিশ বক্স) পাল্টিয়ে তিনি দৃষ্টিনন্দন পুলিশ বক্স তৈরি করে দেবেন। এটাই তিনি বলতে চেয়েছেন। আমিও তাকে (মেয়র) রিকোয়েস্ট করছি, যতগুলো বক্স রয়েছে, সেখানে আপনি সেই (টয়লেট) ব্যবস্থা নেবেন।


রাজধানীর পুলিশ বক্সগুলোর আধুনিকায়ন ও টয়লেটের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন মেয়র।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com